Poem

 স্বপ্ন

 ইয়াসমিন হোসেন

 

সে- পথযে পথে অনেক

আগে হেঁটেছিলাম। আজও

হাঁটতে হাঁটতে চলেছি।

বৃষ্টির পর জল জমে থাকা

আধা পাকা পথে পা রাখতেই

ছিটতে যাচ্ছিল জল।

খালি পাবেশ ভালই

লাগছিল।

আগে তো খালি পায়ে

হাঁটার একটা শখ ছিল।

কিন্তু এখন পারি না।

তারপরেও.. পা রাখছিলাম,

কোন কষ্ট হচ্ছিল না।

যদিও সময় আগের মত

নেই। গায়ে ব্যথা,মাথায়

ব্যথাপায়ে ব্যথা

লেগেই থাকে।

তবে এই পথে পা

রাখতে সত্যিই কোন

ব্যথা পাচ্ছিলাম না।

স্লো মোশানের মত পা

ফেলছিলামরাস্তার এক

পাশে আগের মতই

জটলা করে খেলছিল

ছেলে-মেয়েরা। আমি

ওদের পাশ দিয়েই

চলে যাচ্ছিলাম।

অবাক কান্ডআমি

যাচ্ছিলামঅথচ ওরা

কেউ আমার দিকে

তাকালো নাদেখলো

না!

এমন তো হবার

কথা নয়!

আগে তো দেখতে পেলেই

আনন্দে চিৎকার করে ছুটে

আসতোজড়িয়ে ধরতো,

সালাম করতো।

দারুণ ভালবাসতো ওরা।

এখন ওরা আসছেও না,

দেখছেও না। যে যার

মত খেলছে। খেলেই

চলেছেঅবাক কান্ড!

 

তাহলে কি ওরা আমাকে

চিনতে পারছে না?

চিনবেই-বা কেমন করে!

চল্লিশ বছর আগের কথা

কি মনে রাখা যায়?

যায় না।

তা ছাড়া আমি তো

এখন বুড়িয়ে গেছি..

তাহলে..

কেন এই পথে পা ফেলতে

গিয়ে সেটা মনে হচ্ছে না?

এটা কি তবে স্বপ্ন?

হয়তো-বা তাই-...


That rain-wet way

--------------------

Yasmen Hossain

He is the way, who is so much on the way

I walked before. Even today

Walking on a walk.

Water Frozen after the rain

To keep foot on a half-ripe way.

The water was going to go.

Empty legs, it's pretty good.

Looked.

First in the empty leg

There was a hobby to walk.

But now I can't.

Still.. I kept my feet,

There was no trouble.

Even though the time is like before

There is no. Skin Pain, in the head

Pain, pain in leg

I love you so much.

However, this is the way.

Really any to keep

I'm not getting hurt.

Feet like slow Moses

I was trying, one of the street.

Same as before the side

Clench was playing

Boys and girls. I

By the side of them.

I was leaving.

Surprise Kāð! I

I was going, while they were.

Someone at me

It's not black, saw it.

No!

To be like this

Not talk!

You can see it before.

Running by screaming in joy

Used to come, hug,

Happy birthday to you.

I love you so much.

Now they're not coming.

Don't look at it. This dude

Playing like. Plays

It's going! Surprise Kāð!

So what are they me

Don't you recognize?

How do you know!

About forty years ago

What to remember?

It doesn't go.

I love you so much.

Now I am old..


So..

Why to step on this way

Don't you think that?

Is it a dream?

Maybe-or so...




 






 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks for Message

ঢাকা থেকে মালদ্বীপ ভ্রমণ- ৩ [Dhaka to Maldives Travel-3]

  ঢাকা থেকে মালদ্বীপ ভ্রমণ - ৩ [Dhaka to Maldives Travel-3] ঢাকা থেকে মালদ্বীপ ভ্রমণ- ৩ [Dhaka to Maldives Travel-3] : কোথাও নীল কোথাও স...