Yasmen Hossain Blog www.yasmenhossainblog.com

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

স্বপ্ন

 

স্বপ্ন

-  ইয়াসমিন হোসেন


সে- পথ, যে পথে অনেক

আগে হেঁটেছিলাম। আজও

হাঁটতে হাঁটতে চলেছি।

বৃষ্টির পর জল জমে থাকা

আধা পাকা পথে পা রাখতেই

ছিটতে যাচ্ছিল জল।

খালি পা, বেশ ভালই

লাগছিল।

আগে তো খালি পায়ে

হাঁটার একটা শখ ছিল।

কিন্তু এখন পারি না।

তারপরেও.. পা রাখছিলাম,

কোন কষ্ট হচ্ছিল না।

যদিও সময় আগের মত

নেই। গায়ে ব্যথা,মাথায়

ব্যথা, পায়ে ব্যথা

লেগেই থাকে।

তবে এই পথে পা

রাখতে সত্যিই কোন

ব্যথা পাচ্ছিলাম না।

স্লো মোশানের মত পা

ফেলছিলাম, রাস্তার এক

পাশে আগের মতই

জটলা করে খেলছিল

ছেলে-মেয়েরা। আমি

ওদের পাশ দিয়েই

চলে যাচ্ছিলাম।

অবাক কান্ড! আমি

যাচ্ছিলাম, অথচ ওরা

কেউ আমার দিকে

তাকালো না, দেখলো

না!

এমন তো হবার

কথা নয়!

আগে তো দেখতে পেলেই

আনন্দে চিৎকার করে ছুটে

আসতো, জড়িয়ে ধরতো,

সালাম করতো।

দারুণ ভালবাসতো ওরা।

এখন ওরা আসছেও না,

দেখছেও না। যে যার

মত খেলছে। খেলেই

চলেছে! অবাক কান্ড!

 

তাহলে কি ওরা আমাকে

চিনতে পারছে না?

চিনবেই-বা কেমন করে!

চল্লিশ বছর আগের কথা

কি মনে রাখা যায়?

যায় না।

তা ছাড়া আমি তো

এখন বুড়িয়ে গেছি..

তাহলে..

কেন এই পথে পা ফেলতে

গিয়ে সেটা মনে হচ্ছে না?

এটা কি তবে স্বপ্ন?

হয়তো-বা তাই-...

1 টি মন্তব্য:

Thanks for Message

চীনের বুলেট ট্রেনে ভ্রমণ (Traveling on China's bullet train)

  চীনের বুলেট ট্রেনে ভ্রমণ (Traveling on China's bullet train) : চীনের বুলেট ট্রেনে ভ্রমণ নিয়ে এই প্রামাণ্য চলচ্চিত্র। গত ১৪ অক্টোবর এ...